নিজস্ব প্রতিবেদক: নতুন করে অন্তত আরও ২০০ জন কর্মী ছাঁটাই করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। এ নিয়ে দ্বিতীয় দফায় চাকরি হারাল বর্তমান কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ কর্মী। ছাঁটাইকৃতদের মাঝে টুইটার পেমেন্টস বিভাগের প্রধান নির্বাহী ইথার ক্রফোর্ডও রয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মী সকালে ঘুম থেকে উঠে দাপ্তরিক ই-মেইলে আর প্রবেশ করতে পারছিলেন না। এভাবেই তারা বুঝে যান, টুইটারে আর তাদের চাকরি নেই।
এদের মধ্যে আছেন ইথার ক্রফোর্ড, সিনিয়র প্রডাক্ট ম্যানেজার মার্টিন ডি কুইপার। মার্টিন টুইটারেই এক পোস্টে লেখেন, আমার ই-মেইল থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এটা দেখতেই যেন ঘুম থেকে উঠলাম। অন্যদিকে ইথার লেখেন, আমি আমার দল নিয়ে খুবই গর্বিত। টুইটারের ব্লু-ব্যাজ ভেরিফিকেশন সাবসক্রিপশন মডেলের দায়িত্বে ছিলেন ইথার।
ইলন মাস্ক ২০২২ সালের অক্টোবরে টুইটারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই এ প্রতিষ্ঠানের প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেন। প্রায় সাড়ে ৭ হাজার কর্মী থেকে বর্তমানে টুইটারের কর্মী সংখ্যা প্রায় ২ হাজার। সেই ২ হাজার থেকেও এবার ২০০ জনকে ছাঁটাই করা হয়েছে।
তবে এ বিষয়ে গণমাধ্যমে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি প্রতিষ্ঠানটি।