নিজস্ব পরিচালক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ পরিচালক মো: রতন মিয়া আজ (১৬ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে কতার বয়স হয়েছে ৩৯ বছর।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত শোক বার্তার পাঠানো হয়েছে।
মো: রতম মিয়া ২০১৪ সালে অক্টোবর মাসে বিএসইসির সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। প্রায় ৯ বছর সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পরিবার গভীরভাবে শোকা প্রকাশ করেছে।