নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জমি কিনেছে বাংলাদেশ ব্যাংক। মতিঝিল এলাকায় সেনা কল্যাণ ভবনের কাছে সলামী ব্যাংক ২০ বছর আগে প্রধান কার্যালয়ের জন্য জমিটি কিনেছিল। বাংলাদেশ ব্যাংক ১১০ কোটি টাকায় ওই জমি কিনে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মাজবাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংক এমন এক সময়ে এই জমি কিনেছে যখন ইসলামী ব্যাংক ক্রমাগত সংকটে রয়েছে এবং তারল্য সহায়তা নিতে হচ্ছে। কিছু ক্ষেত্রে ব্যাংক নীতিগত ছাড়ও পেয়েছে। বিশেষ সুবিধার অধীনে তারল্য বিধানও প্রদান করা হয়।
জানা গেছে, গভর্নর আতিউর রহমান গভর্নর থাকাকালে জমিটি কেনার জন্য আলোচনা শুরু হয়। সে সময় এক ধরনের দামও নির্ধারণ করা হয়েছিল। একাধিক আলোচনার পরও জমিটি ছাড়তে রাজি হয়নি ইসলামী ব্যাংক।
এরপর আবদুর রউফ তালুকদার গভর্নর পদে যোগদানের পর জমিটি কেনার তার তৎপরতা বাড়ান। এই সময় ব্যাংকটিও নানা সমস্যায় পড়ে। ফলে জমি ছেড়ে দিতে বলে ব্যাংকের মালিক। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি জমির চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ব্যাংককে জমির মূল্য পরিশোধ করেছে।
সরেজমিনে দেখা গেছে, জমি কেনার পর ভবন ভেঙে ফেলা হচ্ছে। ইসলামী ব্যাংক ইতিমধ্যে সেনাকল্যাণ ভবন সংলগ্ন জমি থেকে তাদের শাখা সরিয়ে নিয়েছে।
জমি কেনার বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মাওলা বলেন, আমরা প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য জমিটি কিনেছিলাম। সেটি প্রায় ২০ বছর আগে। জায়গাটি বাংলাদেশ ব্যাংক সংলগ্ন। এটি বিক্রি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, যত দ্রুত সম্ভব ওই জমিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তাসহ ভবন নির্মাণ শুরু করার পরিকল্পনা রয়েছে। কারণ বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব যে দুটি ভবন রয়েছে, সেখানে জায়গা সংকুচিত হচ্ছে না। সে কারণে সেনা কল্যাণ ভবনের বেশির ভাগ ফ্লোর ভাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিচালনা করছে।