নিজস্ব প্রতিবেদক: নিজের আগমনী জানান দিতে ট্রাম্প ২০১৬ সালে দেয়া তার ভাষণের ১২ সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করেছেন। সে বছর ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন জিতে ওই ভাষণটি দিয়েছিলেন।
ভিডিওটিতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমি আবারও ফিরে এসেছি।’
ট্রাম্পকে আরও বলতে শোনা যায়, ‘আপনাদের অপেক্ষায় রাখার জন্য দুঃখিত—খুবই জটিল পরিস্থিতি।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি জানিয়ে ইউটিউব কর্তৃপক্ষ লিখেছে, ‘আজ থেকে শুরু করে ডোনাল্ড জে. ট্রাম্প চ্যানেল কনটেন্ট আপলোডের নিষেধাজ্ঞা থেকে মুক্ত।’
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা জানিয়েছিল, তারা ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে।
এরপর ইউটিউব, ফেসবুক ট্রাম্পের অ্যাকাউন্টের পাশাপাশি একই অভিযোগে টুইটার ট্রাম্পের অ্যাকাউন্টকে নিষিদ্ধ করে রেখেছিল।
তবে টুইটারের নতুন মালিক ইলন মাস্ক এসে ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন। কিন্তু এখনো ট্রাম্প টুইটারে কোনো টুইট শেয়ার করেননি।