নিজস্ব প্রতিবেদক: রাস্তায় রুপি ছুড়ে মারার অভিযোগে এক ভারতীয় ইউটিউবারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। সেই ইউটিউবারটির নাম জারওয়ার সিং কালসি। তিনি হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দা।
রুপি ছড়ানোর এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যায়, প্রাইভেটকারের টেইলগেট খুলে রাস্তায় টাকা ছিটিয়ে দিচ্ছেন তিনি।
জারওয়ার সিং কালসি ভারতের সাম্প্রতিক জনপ্রিয় ওয়েব সিরিজ ফরজি থেকে এই রুপির স্প্লার্জের ধারণা পেয়েছিলেন। প্রযোজক জুটি রাজ ও ডিকের এই ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে রুপি জালিয়াতির ঘটনাকে ঘিরে।
এরই ধারাবাহিকতায় বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও তার সঙ্গী উড়িয়েছেন রুপি। জারওয়ার সিং কালসি এই দৃশ্যটি তৈরি করতে চেয়েছিলেন।
এই প্রসঙ্গে গুরগাঁও পুলিশের এসিপি বিকাশ কৌশিক বলেন, ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশ জানতে পারবে। ঘটনাটি ঘটেছে গলফ রোডে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মূল অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ।
ইউটিউবার জারওয়ার সিং কালসিকে গ্রেপ্তার করা হয়েছে, গুরগাঁও পুলিশ জানিয়েছে। তার কাছে থাকা সব নোট উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে যে গাড়ি থেকে নোটগুলি ছিটকে পড়েছিল তাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, ভিডিওটি একটি মোটরসাইকেল থেকে রেকর্ড করা হয়েছে। ওই মোটরসাইকেলে দুজন ছিলেন।