নিজস্ব প্রতিবেদক: দিনের পর দিন অবৈধভাবে গরু পাচার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো চোরাকারবারীরা। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চোরাকারবারী অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে জানা যাচ্ছে ঠিক কোথায় কালো টাকা পাচার হচ্ছে।
হিসাবরক্ষক মণীশ কোঠারিকে মঙ্গল ও বুধবার লাগাতার জেরা করা হয়। তাকে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও সূত্র জানায়। ইডি সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের টাকা আইপিএল-এ বিনিয়োগ করা হয়েছিল। আর সেই পরামর্শ দিয়েছেন মনীশ কোঠারি।
ইডি সূত্রে জানা গিয়েছে, গরু পাচার থেকে কয়েকশো কোটি টাকা পাচারে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন মনীশ। তিনি ব্যাখ্যা করেছেন যে আইপিএল একটি হাই-প্রোফাইল টুর্নামেন্ট। এতে খরচ করা সহজে ধরা পড়বে না। এমন বিনিয়োগ হয়েছে বলে দাবি করা হচ্ছে। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন। মনীশের পরামর্শেই একের পর এক জাল কোম্পানি খোলা হয়েছে বলে জানা গেছে।
ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর মনীশ কোঠারি বর্তমানে 6 দিনের জন্য হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা এই কয়েক দিনের মধ্যে তার কাছ থেকে পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করবে। আদালতের নির্দেশ অনুযায়ী জিজ্ঞাসাবাদের সময় মণীশের আইনজীবীরা উপস্থিত থাকতে পারেন। তার স্বাস্থ্য পরীক্ষার জন্যও প্রতিদিন আধা ঘণ্টা সময় দেওয়া হয়েছে।