ক্রীড়া প্রতিবেদক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ নেপালের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড গড়েছেন আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খান। মাত্র ৪১ বলে ১০১* রানের অপরাজিত ইনিংসে রেকর্ড বই উলট পালট করে দিয়েছেন এই ব্যাটার। এরই মধ্য দিয়ে তৈরি হলো ক্রিকেটের নতুন এক ইতিহাস।
ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩১০ রানের বিশাল সংগ্রহ পেয়েছে আরব আমিরাত। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিলো ম্যাচটি। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঝড় তোলেন আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খান।
ম্যাচটিতে আসিফ যখন ব্যাটিংয়ে নামেন তখন তার দলের রান ছিল ৩৭.৩ ওভারে ৫ উইকেটে ১৭৫ রান। তার শুরুটা ছিল ধীরগতির থাকলেও পরে ঝড় তোলা ব্যাটিংয়ে ৩০ বলে ফিফটি পূরণ করেন আসিফ।
তার ফিফটির সময় সতীর্থ আরভিন্দ অপরাজিত ছিলেন ৯১ রানে। কিন্তু এরপরও শেষ পর্যন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি করা হয়নি তার। অপরদিকে ঝড় তুলে পরের ৫০ রান করতে কেবল ১১ বল সময় নেন আসিফ। এতেই ৪১ বলে অপরাজিত থাকেন ১০১ রানে। আরভিন্দ শেষ বলে আউট হন কেবল ৩ রান বেশি করে ৯৪ রানে।
শেষ ১৮ বলে সব মিলিয়ে ৭৮ রান নিয়ে সেঞ্চুরি করেন আসিফ খান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নিজ মাঠ বাদে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এটিই।
এর আগে ওয়ানডেতে প্রতিপক্ষের মাঠে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ব্রায়ান লারার। ১৯৯৯ সালে বাংলাদেশের বিপক্ষে এই সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি এটি।