ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
শেয়ারবাজারকে ভালো অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো তিন কোম্পানি ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএসইসি ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ১০ কোম্পানির শেয়ার বে-মেয়াদী দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ সীমা পুন:নির্ধারণ বন্ডের সুখবরে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার ব্লকে চার কোম্পানির বড় লেনদেন বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অন্যান্য
Print

৯০ হাজার কোটি রুপি বিনিয়োগ প্রস্তাব ভারতীয় শিল্প গোষ্ঠীর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজার ধরতে প্রায় ৯০ হাজার কোটি রুপির বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ভারতের একটি বিনিয়োগ গোষ্ঠী। বিনিয়োগের বিষয়ে সরকারের সবুজসংকেত পাওয়ার আগে নিজেদের প্রাতিষ্ঠানিক নাম প্রচার করতে চাইছে না তারা।

ওই গোষ্ঠীর ভারতীয় প্রতিনিধি রাজিবনাথ রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা তাদের বিনিয়োগ প্রস্তাবের ‘ব্লু প্রিন্ট’ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চান। এই বিষয়ে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেইল পাঠিয়ে সাক্ষাতের সুযোগ চেয়েছেন। যদি তারা সাক্ষাতের সুযোগ পান, তখন তারা তাদের বিনিয়োগ পরিকল্পনাটির বিস্তারিত প্রকাশ করবেন।

বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে মেইল পাঠানো হয়েছে, তার সঙ্গে যুক্ত প্রতিবেদনের ‘বাংলাদেশের বাজারে ভারতীয় কোম্পানির সম্ভাবনা’ অংশে ‘পতঞ্জলি’ নামে একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে।

সূত্রগুলো জানায়, ‘পতঞ্জলি’ ভারতের হরিদ্বারে অবস্থিত একটি বহুজাতিক কোম্পানি, ২০০৬ সালে যেটি ভারতের যোগগুরু রামদেব ও বালকৃষ্ণ প্রতিষ্ঠা করেন। দেশটিতে রামদেবের বহু ভক্ত রয়েছেন, যারা পতঞ্জলির পণ্য ব্যবহার করে থাকেন।

এদিকে, হিন্দুস্তান টাইমসের গত বছরের সেপ্টেম্বরে এক প্রতিবেদনে বলা হয়েছে, যোগগুরু থেকে বিজনেস টাইকুন, মাত্র পাঁচ বছরে ৫০ হাজার কোটি রুপির বাজার মূল্য ছুঁয়ে ফেলল বাবা রামদেবের পতঞ্জলি ফুডস।

সংশ্লিষ্টরা বলছেন, পতঞ্জলি ফুডস দিয়ে ভারতে খাদ্যপণ্যের মার্কেট শেয়ার বাড়ালেও প্রতিষ্ঠানটির প্রধান পণ্যের মধ্যে আয়ুর্বেদ, ভেষজ এবং বিউটি ও স্কিন কেয়ার উল্লেখযোগ্য। বাংলাদেশে স্বাস্থ্য ও ব্যক্তি পরিচর্যার এই বাজারটি ধরতে চাইছে ভারতীয় কোম্পানি।

বাংলাদেশে ‘পতঞ্জলি’র উৎপাদিত হেলথ কেয়ার ও স্কিন কেয়ার পণ্যের সম্ভাবনা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে স্কিন কেয়ার মার্কেটের আকার ছিল প্রায় ১ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৭ সালে বেড়ে ২ দশমিক ১২ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে (স্থানীয় মুদ্রায় প্রায় ২২ হাজার ৬৮৪ কোটি টাকা)।

প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর প্রায় ৫ লাখ বাংলাদেশি বিদেশে চিকিৎসা সেবা নিতে যায়, যেখানে প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ হয়। পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকার কারণে বিপুল পরিমাণ এই অর্থ বিদেশে চলে যাচ্ছে। বাংলাদেশে আয়ুর্বেদিক হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থা স্থাপনের মাধ্যমে এই ঘাটতি পূরণ করে স্বাস্থ্যসেবার ৫ শতাংশ ধরতে পারলেও মার্কেট শেয়ারের পরিমাণ হাজার কোটি টাকা ছাড়াবে।

বাংলাদেশে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যবস্থায় ‘পতঞ্জলি’ তার উৎপাদিত আয়ুর্বেদিক ওষুধসামগ্রী, নেচারাল হেলথ কেয়ার, প্রাকৃতিক ও ভেষজ পণ্য, বিউটি ও স্কিন কেয়ার পণ্য এবং গৃহস্থালি ভোগ্যপণ্য দিয়ে এই মার্কেট শেয়ারটি ধরতে পারে বলে মেইলের সঙ্গে যুক্ত ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

তবে ভারতীয় প্রতিনিধি রাজিবনাথ রায় বলেছেন, আমি ‘পতঞ্জলি’র প্রতিনিধি নই বা ওই কোম্পানিটির নামও স্বীকার করছি না। আমরা যে বিনিয়োগের প্রস্তাব নিয়ে কথা বলছি, সেখানে ভারতীয় কোম্পানি ছাড়াও আরও অনেক কোম্পানি (জয়েন্ট ভেঞ্চার) থাকতে পারে।
একটি সূত্রে জানা যায়, ভারতীয় বিনিয়োগ প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো মেইলে যে তিনজনের নাম উল্লেখ আছে তাদের মধ্যে দুজন ভারতীয় এবং অপরজন বাংলাদেশি। দুই ভারতীয় হচ্ছেন রাজা মুখার্জি ও রাজিবনাথ রায়। বাংলাদেশি সুজন সরকার সবুজ। মেইলে তারা নিজেদের ‘বিদেশি ও আন্তসীমান্ত বিনিয়োগ বিশেষজ্ঞ’ হিসেবে পরিচয় দিয়েছেন।

বিনিয়োগের বিষয়ে রাজিবনাথ বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় বাজার, যেখানে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি দ্রুতগতিতে মাথাপিছু আয় বাড়ছে। প্রায় ১৬ কোটি ভোক্তার বর্ধনশীল এই বাজারে তারা ভারতীয় বিনিয়োগ আনতে চান।

তিনি বলেন, যদি তারা বাংলাদেশে বিনিয়োগ আনতে পারেন এবং সেখানে কারখানা স্থাপন হয়, তবে ওই কারখানায় উৎপাদিত পণ্য ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিম বাংলা এমনকি উড়িষ্যায় রপ্তানির বিষয়টিও তাদের পরিকল্পনায় রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিলে তারা ১৮ মাসের মধ্যে বাংলাদেশে ৯০ হাজার কোটি রুপির বিনিয়োগ নিয়ে আসবেন। এটি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই), যৌথ বিনিয়োগ এবং সরকারি- বেসরকারি বিনিয়োগ বা পিপিপি যে কোনোভাবেই আসতে পারে।

শেয়ারনিউজ, ১৮ মার্চ ২০২৩

এ বিভাগের অন্যান্য সংবাদ

রাজধানীতে একসঙ্গে ৪ বান্ধবী উধাও

ঢাবিতে নিয়োগ বাণিজ্যের ১৬ লাখ টাকা ভাগাভাগির ফোনালাপ ফাঁস

ঢাকায় গ্রেফতার জেসমিনের সহযোগী আল-আমিন

গাজীপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে টিচার লিখেছেন, সে মারা গেছে!

জবি ছাত্রীর বুকে লাথি, গ্রেপ্তার ১

জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৯ মে, পরীক্ষা ৭ ইউনিটে

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কালবৈশাখী নিয়ে যা জানাল আবহাওয়া অধিদফতর

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়েছে

সোহরাওয়ার্দী উদ্যানের শিশুপার্কে 'প্রলয় গ্যাংয়ের' আস্তানা

‘প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে’

অন্যান্য - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • সংশোধিত কোম্পানি আইন ব্যাংক খাতের অনিয়ম কতটা কমাতে পারবে?
  • ইউরোপে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৩৫ শতাংশ
  • রাজধানীতে একসঙ্গে ৪ বান্ধবী উধাও
  • হঠাৎ বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা
  • ‘ভাবি ও ব্যাচেলরস’ সহ ডজনখানেক নাটক নিয়ে পিকক এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু
  • ঢাবিতে নিয়োগ বাণিজ্যের ১৬ লাখ টাকা ভাগাভাগির ফোনালাপ ফাঁস
  • ভারত থেকে উধাও ই-অরেঞ্জের সেই সোহেল রানা
  • লিটন দাস ক্রিকেটের লিওনার্দো দ্য ভিঞ্চি
  • ঢাকায় গ্রেফতার জেসমিনের সহযোগী আল-আমিন
  • মুরগি-ডিমের বাজারে অস্থিরতার নেপথ্যে
  • গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ
  • দুবাইয়ে বিত্তশালী সেই ৪৫৯ বাংলাদেশি আজও ধরাছোঁয়ার বাইরে
  • একরাতেই নেইমার হারালেন ১১৬ কোটি টাকা শোকের মাতম
  • যতবেশি বিক্রি ততবেশি দাম : ভোক্তার ডিজি
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • শেয়ারবাজার
  • সংশোধিত কোম্পানি আইন ব্যাংক খাতের অনিয়ম কতটা কমাতে পারবে?
  • হঠাৎ বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা
  • শেয়ারবাজারকে ভালো অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য
  • ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো তিন কোম্পানি
  • ইউনাইটেড এয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএসইসি
  • ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ১০ কোম্পানির শেয়ার
  • বে-মেয়াদী দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
  • শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ সীমা পুন:নির্ধারণ
  • বন্ডের সুখবরে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • বৃহস্পতিবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
  • প্রগতি ইন্সুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • প্রাইম ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • ডিভিডেন্ড ঘোষণার সম্মতি পেয়েছে ইবিএল
  • প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ড অনুমোদন
  • বন্ডকে বিনিয়োগ সীমার বাহিরে রাখার সংশোধনী আইন মন্ত্রীসভায় অনুমোদন
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media