নিজস্ব প্রতিবেদক: সিলেটে প্রথম ওয়ানডে ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানে হারিয়ে সিরিজ শুরু করেছে তামিম বাহিনী।
শনিবার সাকিব-হৃদয় ঝলকে ব্যাট হাতে ৩৩৮ রানের রেকর্ড। এমন রান পাহাড় টপকাতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের বোলারদের সামনে ছিল তারা অসহায়।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৩৮ রান করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ৩০.৫ ওভারে গুটিয়ে যায় ১৫৫ রানে।
রানের দিক থেকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। আগেরটি ছিল ১৬৯ রানে, জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিলেটের মাটিতেই, ২০২০ সালে।
আবার ওয়ানডেতে ৩৩৮ রানের স্কোরও বাংলাদেশের সর্বোচ্চ, আগেরটি ছিল ৩৩৩ রানের।
আয়ারল্যান্ডের শুরুটা ভালোই ছিল। উদ্বোধনী জুটিতে ৬০ রান তোলে দলটি। স্টেফান ডোনিকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান।
এরপর আর বলতে গেলে দাড়াতে পারেনি সফরকারীরা। উইকেট হারাতে থাকে ধারাবাহিক বিরতিতে।
মিডল অর্ডারে জর্জ ডকরেল লড়েছেন কিছুটা। তার ব্যাটেই আসে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস। ওপেনার স্টেফান করেন ৩৪ রান। এছাড়া পল স্টার্লিং ২২, কার্টিস ক্যাম্ফার ১৬, মার্ক অ্যাডায়ার ১৩ রান করেন। বাকিরা ছুতে পারেননি দুই অঙ্কের রান।
বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন পেসার ইবাদত হোসেন। নাসুম আহমেদ তিনটি, তাসকিন দুটি, সাকিব নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর গড়ে বাংলাদেশ, ৮ উইকেটে ৩৩৮ রান। আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩ রান।
সাকিব ও তৌহিদ হৃদয় সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু পারেননি কেউ। দুজনই নার্ভাস নাইনটিজের শিকার।
৯ চারে ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলে গ্রাহামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেটে সাকিব গড়েন ১২৫ বলে ১৩৫ রানের জুটি।
হৃদয় গড়েছেন অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু স্রেফ ৮ রানের জন্য তিনিও সেঞ্চুরি করতে পারেননি।
৮৫ বলে ৮ চার ও দুই ছক্কায় ৯২ রান করে তিনি বোল্ড হন গ্রাহামের বলে। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেক ওয়ানডেতে নব্বইয়ের ঘরে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম উঠেছে তৌহিদ হৃদয়ের।
শেষের দিকে ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ মুশফিকুর রহীম। ১০ বলে ১৭ রান করেন ইয়াসির আলী। তাসকিন ও নাসুম দুজনই করেন সমান ১১ রান। শুরুটা ভালো করতে পারেন নাই অধিনায়ক তামিম ইকবাল।
৯ বলে তিন রান করে ফেরেন তিনি। ৩১ বলে ২৬ রান করেন লিটন দাস। ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ৩৪ বলে করেন ২৫ রান। আয়ারল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন গ্রাহাম হাম।
তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী সোমবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে।