বিনোদন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর অভিনেতা হিরো আলম বলেছেন, আমাকে আর সাকিবকে তো পুলিশের মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম, সেই আসামির সন্ধান তারা পেত না। কিন্তু আমি জানতাম না যে সে মার্ডার কেসের আসামি।
রোববার (১৯ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন হিরো আলম।
পুলিশ জানানোর পরও কেন সেই উদ্বোধন অনুষ্ঠানে গেলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, পুলিশ আমাদের সতর্ক করলে আমরা যেতাম না। পুলিশ এ বিষয়টি জানলে আমাদের মেসেজ দিত অথবা এয়ারপোর্টে আমাদের বাধা দিতে পারত। আমরা যাওয়ার পর পুলিশ জানতে পেরেছে। পুলিশ বলছে যে, তারা নাকি আমাদের জানিয়েছে। পুলিশই জানে না, আসামি কোথায় আছে। আমরা যাওয়ার পর পুলিশ আসামির সন্ধান পেয়েছে। এ জন্য তো আমাদের পুরস্কৃত করা উচিত।
হিরো আলম আরও বলেন, হারুন স্যার (ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ) বলেছেন যে, ‘তাদের জানানো হয়েছে।’ তারা আমাদের একটা মেসেজ দিতে পারত। একটা মেসেজ দেখাক। ১৫ তারিখ অনুষ্ঠান, ১৪ তারিখে নিউজ দেখলাম যে সে মার্ডার কেসের আসামি। আমরা ওখানে ১৩ তারিখ পৌঁছেছি। আমরা ওখানে না গেলে তারা এই আসামির খবরই পেত না।’