মেসি-এমবাপ্পেকে নিয়েও লজ্জায় ডুবল পিএসজি
ক্রীড়া প্রতিবেদক: আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে। তবে রেনের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ল প্যারিস ক্লাব পিএসজি। রেনের হয়ে প্রথম গোল করেন কার্ল টোকো একাম্বি। পরে ব্যবধান বাড়ান আহনু কালিমেন্দু।
আর ঘরের মাঠে রোববার (১৯ মার্চ) লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে ২ গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠে ১-০ গোলে পরাজিত হয়েছিলো পিএসজি। এবার পরাজয়ের ব্যবধানটা হয়েছে দ্বিগুণ।
লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে এখনো বড় ব্যবধানে এগিয়ে আছে পিএসজি। ২৮ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস।
শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৩
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |