ক্রীড়া প্রতিবেদক: ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪ বছরে পদার্পণ করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নতুন একটি মাইলফলকও স্পর্শ করেছেন এই দিনে। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন দেশসেরা এই ওপেনার। এই মাইলফলক দিয়ে নিজের ৩৪তম জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখলেন তিনি।
এই মাইলফলক গড়তে ইনিংসের শুরুতে তামিমের প্রয়োজন ছিল ১৪ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন তামিম। ৩৮৩ ম্যাচ ও ৪৪৪ ইনিংসে এই মাইলফলক পূর্ণ হলো তার।
যদিও শুধু বাংলাদেশের জার্সিতে এই রান আসেনি তামিমের। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে করেন ৫৭ রান।
একমাত্র তামিম ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটারের ১৪ হাজার রানই নেই। ১৩ হাজারের ওপর রান আছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের।