বিনোদন ডেস্ক: যেকোনো অপরাধের ঘটনায় তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হতে হয়। হয়ত পুলিশ, ডিবি কিংবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে অনেক সত্য। তবে এবার তার উল্টোটা হচ্ছে।
এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে পড়তে হয়েছে প্রশ্নের মুখে। তাকে প্রশ্নগুলো করেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তার ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। যা মঙ্গলবার রাত ১০টায় চ্যানেল আইয়ে প্রচার হয়েছে।
জয় বলেন, আমি বরাবরই ভিন্ন কিছু করার চেষ্টা করি। আমার আগের অনুষ্ঠানগুলো দেখলেই সেটি স্পষ্ট হবেন। এবারের অনুষ্ঠানটিও অন্যরকম। এই অনুষ্ঠানে ইতোমধ্যেই অতিথি হয়েছেন অনেকে। সবগুলো পর্বই দর্শকদের ভালো লেগেছে। আশা করি, এবারের পর্বটিও সবার ভালো লাগবে।
জানা যায়, ইতোমধ্যেই জয়ের ‘১৩টি প্রশ্ন’র মুখোমুখি হয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, চিত্রনায়িকা মৌসুমী, মালেক আফসারী, দেলোয়ার জাহান ঝন্টু, বাঁধন, কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকেই।