নিজস্ব প্রতিবেদক: ফের বিমানে মাতাল যাত্রীদের তাণ্ডব। এবার দুবাই থেকে মুম্বইমুখী একটি ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘটল।
উড়ানের মধ্যেই দুই যাত্রী মত্ত অবস্থায় একে অপরের দিকে তেড়ে যায়। বচসা ক্রমেই গড়ায় হাতাহাতিতে। যাকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায় ওই বিমানে। আতঙ্কিত হয়ে পড়েন সহযাত্রীরা।
ইন্ডিগো বিমান সূত্রে জানা যায়, দু'জনকে থামানোর চেষ্টা করায় বিমানের ক্রুয়ের উপরও চড়াও হয় দুই মদ্যপ। দত্তত্রেয় বাপারদেকর এবং জন জর্জ ডি'সুজা নামে দুই যাত্রীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
তাঁদের বিরুদ্ধে বিমানে অশালীন আচরণ করার জন্য ৩৩৬, ২১, ২২, ২৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়। যদিও জামিনযোগ্য ধারা হওয়ায় তাঁরা ছাড়াও পেয়ে যায়।