নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
গত ১ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। তবে কেউ সপ্তাহে ২ বারের বেশি টিকিট কাটতে পারবেন না বলে জানানো হয় তখন। বর্তমানে এ নির্দেশনায় পরিবর্তন এসেছে। এখন যাত্রীরা চাহিদা মত যত খুশি টিকিট কিনতে পারবেন।
শুক্রবার (১০ মার্চ) নতুন এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।
আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির নতুন পদ্ধতিতে পরিবর্তন এনেছে রেলওয়ে জানিয়ে সরদার সাহাদাত আলী বলেন, যে কোনো যাত্রী এনআইডি প্রদর্শন করে যত খুশি আন্তঃনগর ট্রেনের টিকিট কাটতে পারেবন। তবে, সপ্তাহে দুইবারের বেশি টিকিট কেনার নির্দেশনা উঠে গেলেও একই স্টেশন থেকে দিনে এক বারের বেশি টিকিট কাটতে পারবেন না।
তিনি আরও বলেন, কোনো যাত্রী ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের ট্রেনের টিকিট দিনে একবারই এক সঙ্গে সর্বোচ্চ চারটি কিনতে পারবেন। তিনি ওই দিন কমলাপুর থেকে আর কোনো টিকিট কিনতে পারবেন না। তবে চট্টগ্রাম থেকে একই দিনের ফিরতি টিকিট কিনরত পারবেন।