আন্তর্জাতিক ডেস্ক: সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ভ্লাদিমির পুতিনকে যে কোনোভাবে গ্রেপ্তার করার চেষ্টা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গত শুক্রবার পুতিন ও তার এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর পরই এ মন্তব্য করলেন পুতিনমিত্র মেদভেদেভ।
মেদভেদেভ বলেন, ধরা যাক, যদিও এমনটা কখনো হবে না। তবুও এমনটা হলোই। পারমাণবিক শক্তিধর দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান কোনো একটি দেশ সফরে গেলেন। ধরা যাক সেটা জার্মানি এবং সেখানে তিনি গ্রেপ্তার হলেন।
তিনি আরও বলেন, তাহলে কী হবে? এটা রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল হবে।