নিজস্ব প্রতিবেদক: রমজান হলো রোজাদারদের জন্য বিশেষ এক পরীক্ষা। এই বিশেষ পরীক্ষা যেমন মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের, ঠিক তেমনি সুস্থ সবল দেহে পরিপূর্ণভাবে সব আমল ও ইবাদত সম্পন্ন করার। তবে এ ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আছে। যেমন- কেউ যদি রোজা রাখে কিন্তু তারাবির নামাজ না আদায় করে। এক্ষেত্রে তার রোজা হবে কি না!
এ বিষয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন, তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। আসলে বিষয়টি সঠিক নয়।
তারাবির নামাজ কোনো কারণে কেউ পড়তে না পারলে অনেকে মনে করেন, তারাবি যেহেতু পড়তে পারলাম না, তাহলে রোজা রেখে লাভ নেই। বিষয়টি একদমই সঠিক নয়। কারণ, তারাবির নামাজ হলো সুন্নতে মুয়াক্কাদা, যা পালনে বাধ্যবাধকতা নেই। তবে রোজায় আছে। রোজা রাখা ফরজ, যা অবশ্যই পালনীয়।
তারাবির নামাজ রাসুল (সা.) পড়েছেন। তার ধারাবাহিকতায় এই নামাজ মুসলমানরা পড়ে আসছেন। হজরত ওমর ফারুক (রা.) থেকে এখন অবধি ২০ রাকাত তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় হয়ে আসছে। বাংলাদেশের সব মসজিদেই ২০ রাকাত তারাবির নামাজ পড়া হয়।
কিন্তু যদি কেউ তারাবির নামাজ পড়তে না পারার জন্য পরবর্তী সময়ে রোজা না রাখেন, তাহলে তিনি অনেক বড় ভুল করবেন। কেননা, তারাবি হচ্ছে সুন্নত আর রোজা ফরজ। ফরজ হচ্ছে অবশ্যপালনীয়। তাই রোজার সঙ্গে তারাবির কোনো সম্পর্ক নেই। কিন্তু রোজা রেখে তারাবির নামাজ পড়লে তাতে অধিক সওয়াব পাওয়া যাবে।