আন্তর্জাতিক ডেস্ক: একদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে দাঙ্গা পুলিশ। আর অন্যদিকে কারাগারের ধূসর আলোয় আলোকিত কংক্রিটের সেলের আড়ালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সম্প্রতি টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এমন সব এডিটেড কিছু ছবি। খবর এপি নিউজের।
আন্তর্জাতিক আদালতে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও যে কোনো সময়ে গ্রেফতার হতে পারেন ট্রাম্প— বিশ্বজুড়ে এমন আলোচনার মধ্যে এসব ছবি বিশ্বজুড়ে ভাইরাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের বেল্ট পরা ট্রাম্প কিংবা পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছেন ট্রাম্প। এমন নানা ছবি শেয়ার হচ্ছে দেদারসে। পুলিশের ইউনিফর্মে অস্পষ্ট লেখা— একটি ছবিতে আবার দেখা যায় তিন পায়ের ট্রাম্পকে। ‘মিডজার্নি’ নামের একটি অ্যাপ ব্যবহার করে ব্যঙ্গাত্মক ছবিগুলো এডিট করেছেন, বেলিং-ক্যাট নামের একটি অনুসন্ধানী সাংবাদিকতাবিষয়ক গ্রুপের প্রতিষ্ঠাতা এলিয়ট হিগিনস।
টুইটার পোস্টে ক্যাপশনে উল্লেখও করেছেন তা। তবে সোর্স ছাড়াই ব্যাপকভাবে শেয়ার করা হয় ছবিগুলো। শেষমেশ বাধ্য হয়ে নিউইয়র্ক সিটি পুলিশ বিবৃতি দিয়ে জানায়, পুরো বিষয়টি গুজব।
এর আগে গত শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত (আইসিসি)। আর এর পরই এসব এডিটেড ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।