নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে সোডা অ্যাশ ঘোষণা দিয়ে আমদানিকৃত একটি কন্টেইনার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে বিদেশি মদ থাকার বিষয়টি ধরা পড়ে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোডা অ্যাশ ঘোষণা দিয়ে আমদানি করা একটি ৪০ ফুট লম্বা কনটেইনারে বিদেশি মদ থাকার বিষয়টি ধরা পড়েছে। তবে কী পরিমাণ মদ এ কনটেইনারে রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (এআইআর শাখা) মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, মিথ্যা ঘোষণায় বিদেশি মদের চালানটি আমদানি করেছে বিসমিল্লাহ করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার ১৪ বংশালের হাজি আবদুল্লাহ সরকার লেনে। গণনা শেষে কী পরিমাণ বিদেশি মদ রয়েছে তা বিস্তারিত জানা যাবে।