নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেখ আনসার আলী নামে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
নিহত শেখ আনসার আলী দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়াও তার নামে দীঘলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তিনি দীঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
জানা যায়, শুক্রবার (২৪ মার্চ) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে লিন্ডা ক্লিনিকের সামনে কতিপয় সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান জাকির হত্যাকাণ্ডের পর বারাকপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আনসার আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। এরপর থেকে দীর্ঘদিন দীঘলিয়ার বারাকপুর এলাকায় ছিলেন না তিনি। খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান জানিয়েছেন, আনসার আলীকে ৩টি গুলি করা হয়েছে। সন্ত্রাসীরা ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহত আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।