ঢাকা, বুধবার, ৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা আলহাজ্ব টেক্সটাইলের চেয়ারম্যানসহ তিন পরিচালক অপসারণ সিমটেক্সের পরিচালনা পর্ষদ বহাল রেখেছে সুপ্রীম কোর্ট পূবালী ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন আয়কর আইনের সাথে ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোন সম্পর্ক নেই শেয়ারবাজার পতনের নেপথ্যে যারা গেইন ট্যাক্স আরোপের গুজবে শেয়ারবাজারে বড় পতন প্রস্তাবিত বাজেটে সাত প্রস্তাব পুনর্বিবেচনা দাবি ডিএসই’র ব্লকে চার কোম্পানির বড় লেনদেন মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » জাতীয়
Print

আজ এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ

নিজস্ব প্রতিবেদক: কালরাতের প্রথম প্রহর স্মরণ করে গণহত্যা দিবসে আজ (২৫ মার্চ) এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক-আউট) থাকবে সারা দেশ। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতিকী ‘ব্ল্যাক আউট’ থাকবে।
জাতীয়ভাবে গণহত্যা দিবসে আজ শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী এই কর্মসূচি পালিত হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এর আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিন সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকাসহ সব সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এদিন বাদ জোহর দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর দীর্ঘ নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।

এ অভিযানের নির্দেশনামা তৈরি করেন পাকিস্তানের দুই সামরিক কর্মকর্তা। তারা হলেন, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী। নির্দেশনামার কোনো লিখিত নথি রাখা হয়নি। গণহত্যার সেই পুরো নির্দেশ মুখে মুখে ফরমেশন কমান্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়। অনেক পরে, ২০১২ সালে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ‘এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি’ নামে আত্মজীবনী প্রকাশ করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত সে আত্মজীবনীতে প্রথমবারের মতো অপারেশন সার্চলাইট সম্পর্কে কিছু তথ্য প্রকাশিত হয়।

১৯৭১ সালের সেই স্মৃতিচারণ করে রাজা লিখেছেন, ১৭ মার্চ, সকাল প্রায় ১০টা বাজে। টিক্কা খান আমাকে ও মেজর জেনারেল ফরমানকে কমান্ড হাউসে গিয়ে তার সঙ্গে দেখা করতে খবর পাঠান। সেখানে গিয়ে দেখি, সেখানে জেনারেল আবদুল হামিদ খানও রয়েছেন। টিক্কা খান আমাদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে শেখ মুজিবের সমঝোতা আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে না। প্রেসিডেন্ট চান আমরা যেন সামরিক অভিযানের প্রস্তুতি গ্রহণ করি এবং সে অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি করি। এ ছাড়া আর কোনো মৌখিক বা লিখিত নির্দেশনা আমরা পাইনি। আমাদের বলা হয়, পরদিন ১৮ মার্চ বিকেলে আমরা দুজন যেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই পরিকল্পনা চূড়ান্ত করি। পরদিন সকালেই খাদিম হোসেন রাজা তার কার্যালয়ে রাও ফরমান আলীকে নিয়ে বসেন। তারাই গণহত্যার এ অভিযানের নাম দেন অপারেশন সার্চলাইট।

আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীসহ সব সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল। এদিন দুপুরের পর থেকেই ঢাকাসহ সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করতে থাকে। সকাল থেকেই সেনা কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। হেলিকপ্টারযোগে তারা দেশের বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে বিকেলের মধ্যে ঢাকা সেনানিবাসে ফিরে আসে।

ঢাকার ইপিআর সদর দফতর পিলখানায় অবস্থানরত ২২তম বালুচ রেজিমেন্টকে পিলখানার বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টারের মাধ্যমে নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয় এলাকা দখল নেয়। সেনাবাহিনীর মেশিনগানের গুলিতে, ট্যাঙ্ক-মর্টারের গোলায় ও আগুনের লেলিহান শিখায় নগরীর রাত হয়ে ওঠে বিভীষিকাময়।

পাকিস্তানি হায়েনাদের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ড. গোবিন্দ চন্দ্র দেব ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বড় ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চলাইট পরিকল্পনা বাস্তবায়নের সব পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে ২৬ মার্চ (২৫ মার্চ মধ্যরাতে) বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যেকোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৩

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতিসংঘের মধ্যস্থতা প্রয়োজন এমন রাজনৈতিক সংকট তৈরি হয়নি : কাদের

লোডশেডিং ও মূল্যস্ফীতির কষ্ট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

হজ নিয়ে লাল তালিকার ঝুঁকির মুখে বাংলাদেশ

‘ডলার খরচ করে সরকারের কুৎসা ও বদনাম রটাচ্ছে বিএনপি’

‘আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জ’

তাপদাহ কমছে না এখনই

বাজেট ডিব্রিফিং সেশনে রয়েছে সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: স্পিকার

কবে শুরু হচ্ছে দ্বিতীয় পাতাল রেল নির্মাণকাজ

রিজার্ভ চুরি: ফের পেছাল তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ

দেশের ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ. লীগ সরকার’

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • গুলিবিদ্ধ হয়ে মারা গেল ৩ বছরের শিশু
  • সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৪
  • সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • আলহাজ্ব টেক্সটাইলের চেয়ারম্যানসহ তিন পরিচালক অপসারণ
  • সিমটেক্সের পরিচালনা পর্ষদ বহাল রেখেছে সুপ্রীম কোর্ট
  • বিয়ের পরদিন হার্ট অ্যাটাকে মৃত্যু নবদম্পতির
  • লাইভে কেঁদে কেঁদে যা বললেন পরীমনি
  • পাকিস্তান না খেললে ভেস্তে যেতে পারে এশিয়া কাপ
  • গেইন ট্যাক্স আরোপের গুজবে শেয়ারবাজারে বড় পতন
  • প্রস্তাবিত বাজেটে সাত প্রস্তাব পুনর্বিবেচনা দাবি ডিএসই’র
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • মঙ্গলবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার
  • যেসব এলাকায় লোডশেডিং বাড়বে
  • শেয়ারবাজার
  • সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • আলহাজ্ব টেক্সটাইলের চেয়ারম্যানসহ তিন পরিচালক অপসারণ
  • সিমটেক্সের পরিচালনা পর্ষদ বহাল রেখেছে সুপ্রীম কোর্ট
  • পূবালী ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন
  • আয়কর আইনের সাথে ক্যাপিটাল গেইন ট্যাক্সের কোন সম্পর্ক নেই
  • শেয়ারবাজার পতনের নেপথ্যে যারা
  • গেইন ট্যাক্স আরোপের গুজবে শেয়ারবাজারে বড় পতন
  • প্রস্তাবিত বাজেটে সাত প্রস্তাব পুনর্বিবেচনা দাবি ডিএসই’র
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
  • শেয়ার কেনার ঘোষণা
  • ইন্টারন্যাশনাল লিজিংয়ের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
  • এক্সপ্রেস ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • ৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি পেল ইন্ট্রাকো
  • একীভূতকরণে বৈঠক করবে শেপার্ড ইন্ডাস্ট্রিজ
  • শেয়ার বন্ধক রেখে মিথুন নিটিংয়ের ঋণ, ব্যাখ্যা তলব
  • ডিএসইর ‘কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’ প্রশিক্ষণ কর্মশালা
  • ফ্লোর প্রাইস ভেঙ্গেছে পাঁচ কোম্পানির শেয়ার
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media