বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। আপাতত ছেলে রাজ্যকে ঘিরেই ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর। সম্প্রতি রমজানের প্রথম সাহরি খেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে পোস্ট দিয়েছেন পরী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরি শেষে ছেলের একটি ছবি দিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দেন তিনি। সেই পোস্টে তিনি লিখেছেন, আমাদের সাহরি শেষ আলহামদুলিল্লাহ। আমার বাজান খেতে খেতে ঘুমম। সেই সঙ্গে একটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন পরী। ওই ছবিতে দেখা যায়, গোলাপি রঙের একটি বাটিতে খাবার খাচ্ছিলেন রাজ্য।
তবে খেতে খেতে প্রায় ঘুমিয়েই পড়েছে সে। আর পোস্টটি শেয়ার করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
ইতোমধ্যেই স্ট্যাটাসটিতে ৪৫ হাজার রিয়েকশন পড়েছে নেটিজেনদের। সেই সঙ্গে ১৮ বার শেয়ার হয়েছে পোস্টটি। তবে পরীর স্ট্যাটাসটি সবার জন্য উন্মুক্ত নয়। তাই লিমিটেড মানুষ ছাড়া অন্য কেউ মন্তব্য করতে পারবেন না।