নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন। শনিবার (২৫ মার্চ) গণভবনে আওয়ামী লীগের সংদীয় মনোনয়ন বোর্ডের সভায় স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী এই স্বীকৃতি দাবি করেন।
আওয়ামী সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই এই সভা আহ্বান করা হয়।
সভায় শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিকভাবে তার যেন একটি স্বীকৃতি আদায় হয়। আমি জাতিসংঘসহ বিশ্বের সকলের কাছে এই আবেদনটাই করবো যে সে সময় যেভাবে তারা বাঙালির ওপর, নিরস্ত্র বাঙালির ওপর, ঘুমন্ত মানুষের ওপর গুলি চালায়, হামলা চালায় যে বীভৎসভাবে দিনের পর দিন দীর্ঘ ৯ মাস হত্যাকাণ্ড চালিয়েছিল। ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়। ৩ লক্ষ মানুষ গৃহহারা হয়, ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেয়।’
তিনি বলেন, ‘সাড়ে ৭ কোটি জনসংখ্যার মধ্যে ৩ কোটি মানুষই ছিল গৃহহারা। ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় সমস্ত লাশ পড়েছিল, লাশ শিয়াল কুকুরে খেয়েছে। সেটা মানুষে দেখেছে। মেয়েদের ওপর পাশবিক অত্যাচার, ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে তাদের ওপর জঘন্য অত্যাচার করেছে। আমরা আন্তজার্তিকভাবেও বাংলাদেশের জন্য ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাক সেটাই চাই। কারণ এই ক্ষতটা নিয়েই আমাদের যাত্রা শুরু।’