বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। বলিউডে তিনি ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত। তার সিনেমা মানেই অন্তরঙ্গ দৃশ্য, ব্যপারটা কমবেশি সবারই জানা। একবার স্ত্রীর সামনেই চরিত্রের প্রয়োজনে অভিনেত্রীকে চুমু খেতে হয়েছিল ইমরান হাশমির। তা নিয়ে অবশ্য বাস্তবজীবনেও সমস্যার মুখে পড়তে হয়েছে তাকে।
তবে এটা শুধু একটা ছবিতে নয়, প্রায় ছবি বিশেষ করে যেগুলোতে অন্তরঙ্গ দৃশ্য থাকে সেগুলো মুক্তি পাওয়ার পর বউয়ের হাতে মার খেতে হয় এ অভিনেতাকে।
শুক্রবার (২৪ মার্চ) ৪৫ বছরে পা রাখেন বলিউডের এই অভিনেতা। তবে কয়েক বছর আগের এক জন্মদিনে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে সংসার জীবন ও পর্দার জীবন নিয়ে বিভিন্ন কথা বলেছেন হাশমি।
তিনি জানিয়েছিলেন, ওই ঘটনার পর বাসায় গিয়ে স্ত্রীর হাতে মার খেতে হয়েছে তাকে। এছাড়া প্রত্যেকটা ছবি মুক্তি পেলেই স্ত্রীকে নিয়ে সিনেমাহলে গিয়ে একসঙ্গে সিনেমা দেখতেন তারা। আর যে সিনেমায় ইমরান হাসমী অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতেন, সে সিনেমা দেখার পরই বউয়ের হাতে মার খেতেন তিনি।
ইমরান ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন দীর্ঘ দিনের প্রেমিকা পারভিন সাহানিকে। তত দিনে বলিউডে বেশ পরিচিত মুখ তিনি। চারদিকে তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে চর্চা। স্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে ইমরান বলেন, আগে ব্যাগ দিয়ে পেটাতো আর এখন হাতই যথেষ্ঠ। তবে সময়ের সঙ্গে অনেকটাই শান্ত হয়েছে।
স্ত্রী কর্তৃক মার খাওয়ার কথা ২০১৬ সালে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার সামনেও অকপটে স্বীকার করেছিলেন ইমরান। তিনি বলেন, ও এখনো রাগ করে। তবে এখন আর আগের মতো আক্রমণাত্মক হয়ে ওঠে না।