রোজা অবস্থায় যে ওষুধগুলো ব্যবহার করা যায়
নিজস্ব প্রতিবেদক: অসুস্থতার কারণে রোজা রেখেও কিছু ওষুধ ব্যবহার করা যায়। এসব ওষুধে রোজার কোনো ক্ষতি করে না।
রোজা রেখে যে ওষুধগুলো ব্যবহার করা যায় সেগুলো হলো- * চোখ ও কানের ড্রপ
* চামড়ায় লাগানোর ক্রিম
* সাপোজিটেরি
* অক্সিজেন
* ইনজেকশন (শিরাপথে দেয়া পুষ্টির ইনজেকশন নয়)
* জিহ্বার নিচে দেওয়ার ট্যাবলেট বা স্প্রে (হার্টের ব্যথা উঠলে)
শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৩
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |