নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামীকাল সোমবার বেলা ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বোর্ড সভা শেষে কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের বছর ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
সর্বশেষ তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৪২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৯ পয়সায়।