ক্রীড়া প্রতিবেদক: প্রতিপক্ষকে দলকে দুর্বল ভেবে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামে দিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই আফগানিস্তানই তাদের নাকানিচুবানি খাওয়ালো। শুধু তাই নয়, রীতিমত হারিয়ে দিয়েছে আফগানরা। ইতিহাস গড়া জয়ে পাকিস্তানকে লজ্জায় ফেলেছে আফগানিস্তান।
প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল ভেবে নিয়মিত অধিনায়ক বাবর আজম, তারকা ব্যাটসম্যান ফখর জামান ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিসহ বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শাদাব খানের নেতৃত্বে মাঠে নেমে আফগানদের বিরুদ্ধে ৯২ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় আফগানিস্তান। এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানকে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে হারাল আফগানিস্তান।
শাদাব খানকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানের রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে মাঠ ছেড়েছে পাকবাহিনী।