নিজস্ব প্রতিবেদক: রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের বিরতি থাকবে।
এদিকে, রমজান মাসে ব্যাংকের লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
অন্যদিকে, রমজানে শেয়ারবাজার চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট অর্থাৎ ১টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
ফলে রোজায় শেয়ারবাজারে মূল লেনদেন হবে ৩ ঘণ্টা ২০ মিনিট। এর সঙ্গে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সব মিলে শেয়ারবাজারে লেনদেন হবে ৩ ঘণ্টা ৩০ মিনিট।
প্রথম রোজা থেকেই এই সময়সূচি চালু হওয়ার কথা ছিল। কিন্তু এবার রমজানের প্রথম ও দ্বিতীয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর রোববারও ছিল মহান স্বাধীনতা দিবসের ছুটি।
ফলে রমজানের প্রথম তিন দিন নতুন সময়সূচি চালু করা যায়নি। সোমবার থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস, ব্যাংক ও শেয়ারবাজার।