নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকরা ৩২টি সরকারি সেবার বিল পরিশোধদের সুযোগ পাচ্ছেন। অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং গ্রামীণফোন কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি চুক্তি সই করেছে।
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে, চুক্তিটির ফলে বিভিন্ন সরকারি সেবার পেমেন্ট ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ এর অন্তর্ভুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমে গ্রহণ করা যায় এমন সেবা এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন ধরনের সেবার বিল পরিশোধের সহজ ও কার্যকর পদ্ধতি হলো ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)।
এই পদ্ধতিতে মোবাইল গ্রাহকরা তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে বিভিন্ন সেবার বিল পরিশোধ করতে পারবেন। ফলে এখন সহজে ও ঝামেলা ছাড়াই সরকারি সেবা গ্রহণ করা যাবে।
এটুআই’র আইসিটি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, একপে’তে সব ব্যাংক ও এমএফএস সেবা যুক্ত করা হয়েছে, যেন ২৩টি ইউটিলিটি বিলসহ বিভিন্ন পাবলিক সেবার বিল পরিশোধে পিটুজি (পারসন টু গভর্নমেন্ট) পেমেন্ট নিশ্চিত করা যায়।
গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, ‘এই সেবার মাধ্যমে সবাই যেন, আমাদের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পায়, তা নিশ্চিতেই আমরা কাজ করছি।’