মেক্সিকোয় অভিবাসনকেন্দ্রে আগুন, নিহত ৩৭
মেক্সিকোর সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ। খবর সিএনএনের।
কর্তৃপক্ষ জানায়, তারা শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে আনার পরই জাতীয় অভিবাসনকেন্দ্রে এ আগুনের ঘটনা ঘটে।
সিএনএন জানায়, কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো কর্তৃপক্ষ জানায়নি।
শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৩
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |