নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের জন্য বছরে এক মাস রোজা রাখা ফরজ। এছাড়াও পুরো বছরের মধ্যে সপ্তাহ, মাস ও বিশেষ দিনে বেশ কিছু নফল রোজা রয়েছে। যা পালনে বিশেষ সওয়াবের কথা বর্ণিত হয়েছে হাদিসে।
রমজানের ফরজ রোজার দিনগুলো ছাড়া যেকোনো দিন নফল রোজা রাখা যায়। তবে বছরে এমন পাঁচটি দিন রয়েছে, যে দিনগুলোতে ফরজ, নফল কোনও রোজাই রাখা যায় না।
হাদিসে এদিনগুলোতে রোজা রাখাকে হারাম বলা হয়েছে। দিনগুলো হলো-
১. ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।
২. ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।
৩. ঈদুল আজহার পরের দিন অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ।
এই পাঁচদিন সব ধরনের রোজা রাখা হারাম বা নিষিদ্ধ। অবশ্য তামাত্তু বা কিরানকারী হাজিরা যদি কোনো কারণে কোরবানি দিতে অপারগ হয় তাহলে এর পরিবর্তে মক্কায় জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখে রোজা রাখবে।
তবে সারা বছর রোজা রাখা নিষিদ্ধ। কেউ যদি সারা বছর নফল রোজা রাখতে চায়, তাহলে তার করণীয় হলো, একটানা রোজা রাখা নয়। বরং একদিনের পরের দিন রোজা রাখা। এটাই ছিল দাউদ (আ.)-এর আদর্শ। রাসুল (সাঃ) একে সর্বোত্তম পদ্ধতি বলেছেন।