নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বছিলায় এ আর কনজ্যুমার নামের একটি নকল শিশুখাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৮ মার্চ) রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। পরে জাতীয় ভোক্তা অধিকারের কর্মীরা সেখানে উপস্থিত হয় ।
কারখানাটিতে কেমিক্যাল ও নিম্নমানের রঙ ব্যবহার করে জুসসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য তৈরি করা হতো।
অভিযানে কারখানার মালিক ও কর্মচারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয় যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের খাবার।
জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানিয়েছেন, অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।