নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় আসর-আইপিএল। সাকিব আল হাসান ও লিটন দাস, দুই বাংলাদেশি ক্রিকেটারের এবার খেলার কথা আইপিএলের একই দলে। নিলাম থেকে তাদের দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
তবে তারা আইপিএলে কবে যোগ দেবেন, এই নিশ্চয়তা অবশ্য মেলেনি এখনও। বিসিবি এই বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
এদিকে, আগামী ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ শেষ হওয়ার আগে সাকিবদের অনাপত্তিপত্র না দেওয়ার ভাবনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তবে সাকিব ও লিটন ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পহেলা এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির কোচ চন্দ্রকান্ত পন্ডিত। সাকিব ও লিটনকে নিয়েও নিজেদের ভাবনার কথা জানিয়েছেন কলকাতা কোচ। তার আশা, বাংলাদেশের দুই ক্রিকেটার যোগ দেবেন দ্রুতই।
সাংবাদিকদের দলটির কোচ বলেছেন, ‘ওরা (সাকিব, লিটন) এখানে নেই তবে তাড়াতাড়ি চলে আসবে আশা করি। এছাড়া ওরা হয়তো শারীরিকভাবে এখানে নেই, তবে মানসিকভাবে দলের সঙ্গেই আছে। গত এক মাস ধরেই ওদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
এই সময় সাকিব-লিটনদের খেলার ভেতরে থাকার কথা উল্লেখ করে চন্দ্রকান্ত পন্ডিত আরও বলেন, ‘এমন না যে ওরা ক্রিকেট খেলছে না, ওখানেও তো ক্রিকেটই খেলছে। ফলে এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। তবে অবশ্যই আমরা ওদের জন্য অপেক্ষা করছি।’