নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত আরও ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এর পরেই বাসটিতে আগুন ধরে যায়। এসময় বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় ১৪ বাংলাদেশিসহ এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।