নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার সফল নায়িকা মৌসুমী। তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার তার। সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গেই অভিনয় করেছেন। দেশজুড়ে তার কত পরিচিতি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন চলচ্চিত্রে তাকে সেভাবে পাওয়া যায় না।
পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত মৌসুমী। এই সময় মৃত্যুর চিন্তাও তার মনে জায়গা করে নেয়। শেষ জীবনের শুভেচ্ছা ও পরিকল্পনা সাজিয়েছেন। তিনি বলেন, মৃত্যুর আগে হজ করতে চান। এজন্য ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
মৌসুমী সম্প্রতি অভিনেতা-পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের সাথে তার শেষ শুভেচ্ছা ও চিন্তার কথা বলেছেন।
লাস্যময়ী এই অভিনেত্রী বলেছেন, 'আমি মরে গেলে আমার সব ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করুন আমার কিছু ইচ্ছা আছে। আমি মরার পর কেউ যেন আমার লাশ দেখতে না পায়। অবশ্যই, খুব গোপনে দাফন করা উচিত।’
তিনি বলেন, ‘জানাজা হবে, কিন্তু আমি চাই না কেউ আমাকে দেখুক। আর আমি মৃত্যুর আগে হজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমার নিজের চেষ্টা আছে, সবার দোয়াও কাজে লাগে।’
মৌসুমীর অনুরোধ, মৃত্যুর পর সবার মোবাইল থেকে তার ছবি মুছে দিতে হবে। এমনকি টিভি চ্যানেলেও কোনো ‘ধুমধাড়াক্কা’ ছবি দেখানো উচিত নয়।
এই প্রিয়দর্শিনী মন্তব্য করেন, ‘আমার মৃত্যুর পর টিভিতে বা জনসাধারণের সঙ্গে আমার অনেক ছবি আছে, আপনি সবার মোবাইল ফোন থেকে মুছে দেবেন। ছবি সংরক্ষণ করতে হলে, মৌসুমী সংরক্ষণাগারে আলাদা সঞ্চয়ের ব্যবস্থা করতে হবে। আপনার যদি ছবি থাকে, সেগুলি সঞ্চয়ের জন্য সেখানে জমা দিন।’
তিনি বলেন, ‘আমার কোনো কাজ যদি মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য, গবেষণার প্রয়োজনে আর্কাইভ করা ভালো হবে, তাহলে সেই উদ্দেশ্যে ছবিগুলো সংরক্ষণ করা হবে। অবশ্যই নির্বাচিত ছবি সংরক্ষণ করা হবে, ভাল উদ্দেশ্যে. এছাড়া অন্য ছবি মুছে দিলে ভালো হয়।’
অবশেষে ভক্তদের কাছে আরও একটি অনুরোধ করলেন মৌসুমী। তাঁর যে দান-সাধনা আছে, সেই কাজ যেন চলতে থাকে।
শোবিজের চাকচিক্যময় জীবন ছেড়ে অনেকেই আড়াল জীবন বেছে নেন। ওপার বাংলার সুচিত্রা সেন থেকে শুরু করে ঢালিউডের শাবানা, অনেকেই আছেন এই তালিকায়। ভবিষ্যতে হয়তো তাদের নামের পাশে মৌসুমীর নাম লেখা হবে।
প্রসঙ্গত, মৌসুমীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল গত বছরের ১১ নভেম্বর। এদিন তার অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পায়। এগুলো হল ‘ব্রেকডাউন’ এবং ‘মাইগ্রেশন’।
বর্তমানে মৌসুমী অভিনীত ‘সোনার চর’ নামের একটি ছবি নির্মাণাধীন রয়েছে। যেখানে তার সঙ্গে রয়েছেন জায়েদ খান ও ওমর সানী।