নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান নূর-ই-আলম সিদ্দিকী বুধবার ভোর ৪.৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ------রাজেউন)৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর৷ তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনীত রোগে ভোগছিলেন৷ তাঁর মৃত্যুতে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷
বুধাবর (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানানো হয়েছে।
এক রাজনৈতিক ব্যক্তিত্ব নূর-ই-আলম সিদ্দিকী বৃহওর যশোরের ঝিনাইদহ জেলায় ১৯৪৪ সালের ২৬ মে জন্ম গ্রহণ করেন৷ নূর-ই-আলম সিদ্দিকী ষাট দশকের এক তুখোর ছাএ নেতা হিসাবে পরিচিত ব্যক্তিত্ব৷ নূর-ই-আলম সিদ্দিকী ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভের তিন বছর পর ১৯৭৯ সালে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷
নূর-ই-আলম সিদ্দিকী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর ঐ বছর চারটি কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে সিকিউরিটিজের পরিমাণ দাঁড়ায় ১৮ তে৷ পরবর্তী সময়ে তিনি ১৯৮১ সালে আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দায়িত্ব পালন করেন৷ নূর-ই-আলম সিদ্দিকী দুই মেয়াদে সকলের সাথে আলাপ আলোচনা করে পুঁজিবাজার উন্নয়ন কল্পে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন৷
মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ যোহর ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং দ্বিতীয় নামাজের জানাজা বাদ আছর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে৷