নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের দুই উদ্যোক্তা পরিচালক মিসেস আমেনা আমেদ ও কাজী শহীদ আহমেদ ২ লাখ ২২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দুই উদ্যোক্তার মধ্যে মিসেস আমেনা আহমেদের কাছে কোম্পানির মোট ৭ লাখ ৭২ হাজার ৫১ টি শেয়ারের মধ্যে এক লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। অন্যদিকে, কাজী শহীদ আহমেদের কাছে কোম্পানির মোট ৭ লাখ ৯৩ হাজার ৬৭৪ টি শেয়ারের মধ্যে এক লাখ ২২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
কোম্পানিটির দুই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে শেয়ারগুলো বিক্রয় করবে।