ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। কার্টল ওভারে গড়ায় খেলা। ১৭ ওভার অর্থাৎ ১০২ বলে ঝোড়ো ব্যাটিংয়ে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল।
বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো ২০ ওভার খেলতে পারলে নিশ্চিত রানের রেকর্ড গড়তে পারত টাইগাররা। কিন্তু বৃষ্টিতে ৩ ওভার কমে যাওয়ায় রেকর্ড আর হয়নি। তারপরও কম করেনি টাইগাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ বলে ৩ উইকেট হারিয়ে করেছে ২০২ রান।
উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ১২৪ রানের রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। ১৮ বলে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন ফেরেন ৪১ বলে ১০টি ৪ আর ৩ ছক্কায় ৮৩ রান করে।
২৩ বলে তিন ৪ আর দুইটি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি তালুকদার। ১৩ বলে তিন ৪ আর এক ছক্কায় ২৪ রান করে করেন তাওহিদ হৃদয়।
মাত্র ২৪ বল মোকাবেলা করে ৩ চার আর দুইটি ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।