নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির তিন পরিচালক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালক মিসেস নাহিদ আক্তার ২৮ মার্চ, ২০২৩ তারিখ থেকে কোম্পানির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।
বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মাশি উদ দুজা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ১৫ মার্চ, ২০২৩ তারিখে পদত্যাগ করেছেন। তার পদত্যাগ কোম্পানিটির পরিচালনা পর্ষদ গ্রহণ করেছেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোঃ জয়নাল আবেদীন এফসিএকে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে নিয়োগ দিয়েছেন। এেই পদে তিনি ১৫ মার্চ, ২০২৩ তারিখ থেকে নিযুক্ত হয়েছেন।
এছাড়া, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের স্বাধীন পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান তার পদ থেকে পদত্যাগ করেছেন।
তবে কোম্পানিগুলো পরিচালকরা কেন পদত্যা করেছেন, তার কোনো কারণ জানায়নি।