আন্তর্জাতিক ডেস্ক: বিগত কয়েক মাস ধরে আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। ফলে দেশটির নাগরিকদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সংসারের প্রয়োজনে ঘুস খাওয়ার অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
কয়েকটি সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, চিঠিতে ওই কর্মকর্তা লিখেছেন, এ মুহূর্তে আমাদের প্রিয় দেশের বিপজ্জনক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমি অবগত। দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা ফেরাতে আপনার সরকার চেষ্টার কসুর করছে না। কর কর্মকর্তা হিসেবে গত ৪ বছর ধরে কাজ করছি আমি। কিন্তু কখনই দুর্নীতির সঙ্গে জড়াইনি। তবে দেশের বর্তমান পরিস্থিতি যা, তাতে দুর্নীতি করা ছাড়া তার আর কোনো উপায় নেই।
দুর্নীতির কার্যকলাপে যুক্ত হলে অতিরিক্ত টাকা উপার্জন করতে পারবেন। ফলে সহজেই ন্যূনতম দৈনন্দিন চাহিদা মেটাতে পারবেন বলে চিঠিতে বলেছেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, আর্থিক সংকটে দেশটিতে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে ৪৭ শতাংশে পৌঁছেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির মানুষ।
এমন পরিস্থিতির মাঝে ন্যূনতম চাহিদা পূরণে দুর্নীতির অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিলেন এই শীর্ষ কর কর্মকর্তা; যা ঘিরে হইচই শুরু হয়েছে পুরো পাকিস্তানে।