নিজস্ব প্রতিবেদক: সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা মাহিদুল মাহিম নির্মিত নাটক ‘ভালবাসার তিন দিন’।
নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও পড়শী।
নাটকটি প্রচারিত হওয়ার পর থেকেই নাটকটি একের পর এক দর্শকদের মুগ্ধ করে চলেছে।
সম্পূর্ণ রোমান্টিক এই নাটকটির গল্প, নির্মাণশৈলী, অভিনয়, সংগীত, গান, লোকেশন দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।
ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে অনেক ইতিবাচক আলোচনা ও প্রশংসা হচ্ছে।
মাত্র ১১ দিনে ৫০ লাখের বেশি দর্শক ইউটিউবে নাটকটি দেখেছেন।
নাটকটি সম্পর্কে জোভান বলেন, ‘একটি ভালো কাজের জন্য যখন দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাই তখন আমাদেরও ভালো লাগে।’
'ভালোবাসার তিন দিন' নাটকের এই ব্যাপক সাফল্য দর্শকদের ভালোবাসায় সম্ভব হয়েছে। তাই সকল দর্শকদের ধন্যবাদ ও অভিনন্দন পুরো টিমকে।
নাটকটি সম্পর্কে অভিনেত্রী পড়শী বলেন, ‘ভালবাসার তিন দিন' নাটকের সাফল্য আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে।’
তিনি বলেন, ‘নাটকটির জন্য আমি দর্শকদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি যে আমি সকল দর্শকদের কাছে কৃতজ্ঞ।’