নিজস্ব প্রতিবেদক: ভারতে গুগলকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে জরিমানা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।
জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
ফেয়ার ট্রেড রেগুলেটরি কমিশন (সিসিআই) দ্বারা আরোপিত ১ হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা গুগলকে দিতে হবে, ট্রাইব্যুনাল জানিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার ২৯ মার্চের এক প্রতিবেদনে জানায়, এনক্ল্যাটের চেয়ারপার্সন বিচারক অশোক ভূষণ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সদস্য অলোক শ্রীবাস্তব জানিয়েছেন, গুগলের কার্যকলাপের বিষয়ে সিজিআই’র তদন্তের ক্ষেত্রে কোথাও ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত হয়নি। ফলে ৩০ দিনের মধ্যে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা দিতে হবে গুগলকে।
এর আগে ২০২২-এর অক্টোবরে অ্যন্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগে গুগলকে এক হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা করেছিল কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া।
এনক্ল্যাটের পক্ষ থেকে গুগল সংস্থাকে তাদের পরিচালন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে কিছু নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মোবাইল নির্মাতাদের অনেকগুলো অ্যাপ প্রি-ইন্সটল করতে বাধ্য করা যাবে না।
প্লে-স্টোরের লাইসেন্সিং করার ক্ষেত্রে গুগল সার্চ পরিষেবা, গুগল ক্রোম, ইউটিউব, গুগল ম্যাপ, জিমেইল বা অন্য কোনও অ্যাপ-এর প্রি-ইন্সটল করার বাধ্যতামূলক করা যাবে না।
মোবাইলে গুগল সার্চ পরিষেবা প্রি-ইনস্টল করা নিশ্চিত করার জন্য মোবাইল নির্মাতাদের কোনও আর্থিক উৎসাহ দিতে পারবে না গুগল।