ঢাকা, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে বাটা সু অস্বাভাবিক দর বাড়ার কারণ জানেনা দুই কোম্পানি সোনালী আঁশের বোর্ড সভার তারিখ ঘোষণা বিএসইসিতে বড় রদবদল বার্জারের ডিভিডেন্ড ঘোষণা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য দুই সুখবর ফের ফ্লোর প্রাইসে তিন মিউচ্যুয়াল ফান্ড নতুন ফ্লোর প্রাইসে দুই কোম্পানির শেয়ার ক্রেডিট রেটিং সম্পন্ন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » জাতীয়
Print

জ্যেষ্ঠতার দ্বন্দ্বে প্রশাসনের শীর্ষ স্তরে কাজে শ্লথগতি

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান বিসিএস ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা। তাঁর বিভাগের অধীনস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু নবম ব্যাচের। অর্থাৎ মহাপরিচালকের চার ব্যাচ জুনিয়র হলেন সচিব।

একইভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মুশফিকুর রহমানও ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা। তাঁর অধীনে একই দপ্তরে মহাপরিচালক (অর্থ ও প্রশাসন) পদে আছেন তিন ব্যাচ সিনিয়র কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।

এই মুহূর্তে অন্তত এক ডজন মন্ত্রণালয় ও বিভাগে এমন পরিস্থিতি বিদ্যমান। ব্যাচ বিবেচনায় জুনিয়র কর্মকর্তার অধীনে কাজ করা নিয়ে চলছে এক ধরনের স্নায়ুযুদ্ধ। সিনিয়র হওয়া সত্ত্বেও প্রশাসনিক কারণেই তাঁদের নানা দিকনির্দেশনা দেন জুনিয়র কর্মকর্তারা।

এতে ব্যাহত হচ্ছে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম। হতাশার সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে। নেতিবাচক প্রভাব পড়ছে মন্ত্রণালয়গুলোর নিয়মিত বৈঠক ও আন্তমন্ত্রণালয় সভায়ও।

তবে ব্যাচ বিবেচনায় জুনিয়রের অধীনে কাজ করাকে উদারভাবে দেখার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রশাসনে একাধিক ব্যাচের কর্মকর্তা কাজ করেন। ব্যাচের সবাই পদোন্নতি পেয়ে সচিব হন না।’

তিনি বলেন, ‘এসিআরে বিরূপ মন্তব্য থাকা, কাঙ্ক্ষিত ভাবমূর্তি না থাকা, বিভাগীয় মামলাসহ নানা কারণে অনেকে পদোন্নতি পান না। আর পদোন্নতিপ্রাপ্তরা ওপরে চলে যান। এতে প্রশাসনিকভাবে কেউ সিনিয়র, কেউ জুনিয়র হন। অতীতেও এমন ছিল।’

জনপ্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনে পদোন্নতির সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভাপতি মন্ত্রিপরিষদ সচিব। আর সদস্যসচিব জনপ্রশাসন সচিব। সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, অর্থসচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিব এবং কম্পট্রোলার ও অডিটর জেনারেল।

মূলত পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি, প্রয়োজনীয় নম্বর, শৃঙ্খলা, দুর্নীতিসহ সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে সুপারিশ দেয় এসএসবি।

সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার এসিআরের মন্তব্য, ভাবমূর্তি, কর্মদক্ষতা ও সরকারের প্রতি আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয় বলে জানিয়েছেন এসএসবির একাধিক সদস্য। এছাড়া কর্মকর্তার রাজনৈতিক মতাদর্শ, নিকটাত্মীয়দের কেউ সরকারবিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী কি না, তা-ও বিবেচনায় নেওয়া হয়ে থাকে।

অনেক সময় এসএসবির কোনো সদস্যের আস্থাভাজন হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার ভাগ্য সুপ্রসন্ন হয়। তবে সচিব হতে হলে অবশ্যই সরকারপ্রধানের সম্মতি থাকতে হয়।

বর্তমানে বেশ কিছু মন্ত্রণালয়ে দুই থেকে তিন ব্যাচ জুনিয়র সচিবের অধীনে দপ্তরপ্রধান হিসেবে কাজ করছেন অনেক কর্মকর্তা। কিছু মন্ত্রণালয়ে সচিবের সিনিয়র কর্মকর্তা আছেন অতিরিক্ত সচিব হিসেবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বিসিএস একাদশ ব্যাচের। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সচিবের ছয় ব্যাচ সিনিয়র।

অন্যদিকে, সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সাবিহা পারভীনও সচিবের সিনিয়র।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব মশিউর রহমানের তিন ব্যাচ সিনিয়র পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এমডি মুহম্মদ মউদুদুর রশীদ সফদার। বস্ত্র ও পাটসচিব আব্দুর রউফ একাদশ ব্যাচের হলেও তাঁত বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলী নবম এবং পাট অধিদপ্তরের ডিজি ড. সেলিনা আক্তার দশম ব্যাচের।

শিল্পসচিব জাকিয়া সুলতানা দশম ব্যাচের। চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অষ্টম ব্যাচের। ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞাও সচিবের এক ব্যাচ সিনিয়র।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল একাদশ ব্যাচের, আর মহিলাবিষয়ক অধিদপ্তরের ডিজি ফরিদা পারভীন অষ্টম ব্যাচের।

একইভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম ত্রয়োদশ ব্যাচের হলেও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ডিজি (গ্রেড-১) এ কে এম হুমায়ুন কবীর এবং অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দশম ব্যাচের।

খাদ্যসচিব ইসমাইল হোসেন একাদশ ব্যাচের হলেও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. শাখাওয়াত হোসেন দশম ব্যাচের।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব কামরুল হাসান ১১ ব্যাচের কর্মকর্তা হলেও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. মিজানুর রহমান নবম ব্যাচের।

এই বিষয়ে এক দপ্তরপ্রধান জানান, তাঁর মন্ত্রণালয়ের সচিব একসময় তাঁর অধীনে মাঠে এডিসি ছিলেন। এখন তাঁর নির্দেশদাতা। তিনি কোনো বিষয়ে কথা বললে উল্টোটা বলেন সচিব। বিব্রতকর পরিস্থিতি এড়াতে বৈঠকে তিনি কম যান।

তবে অনেক সচিব সিনিয়র দপ্তরপ্রধান বা অতিরিক্ত সচিবকে প্রাপ্য সম্মান দিয়ে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দপ্তরপ্রধান জানান, দুই ব্যাচ জুনিয়র যখন সচিব হয়ে এলেন তখন তিনি ভয় পেয়ে পদত্যাগের চিন্তাও করেছিলেন।

কিন্তু মন্ত্রণালয়ে পরিচিতি সভায় নতুন সচিব সবার সামনে তাঁকে অত্যন্ত সম্মান জানান। এখনো তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘নানা কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুনিয়র কর্মকর্তার অধীনে সিনিয়রদের কাজ করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তার কর্মসন্তুষ্টি অঙ্কুরেই বিনষ্ট হয়। কাজের আগ্রহ হারিয়ে ফেলেন। দায়িত্ব পালনে অনীহার সৃষ্টি হয়।

তিনি বলেন, এতে প্রশাসনের শৃঙ্খলা ভেঙে পড়ে। নিজস্ব স্বকীয়তা ও স্বতঃস্ফূর্ততা উধাও হয়। প্রশাসনে একধরনের দলাদলি ও দ্বন্দ্বের সৃষ্টি হয়।’ সূত্র: আজকের পত্রিকা

শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৩

এ বিভাগের অন্যান্য সংবাদ

যাত্রী সংকটে বাতিল হচ্ছে একের পর এক হজফ্লাইট

দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যুক্ত হলো

‘অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার’

ফখরুলের বক্তব্য দেশের আইন ও আদালত অবমাননার শামিল : কাদের

ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত : হাইকোর্ট

‘সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসা নীতি নিয়ে ভয়ের কিছু নেই’

আজ থেকে মেট্রোরেল চলবে ১২ ঘণ্টা

নোবেলজয়ী ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত করছে বিএনপি : কাদের

জানা গেল ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর তারিখ

সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধান চাই : প্রধানমন্ত্রী

বেতন বাড়বে সরকারি কর্মচারীদের, মূল্যস্ফীতির ভিত্তিতে কত টাকা বাড়তে পারে

জাতীয় - এর সব খবর

http://www.sharenews24.com/
সর্বশেষ খবর
  • প্রেম করেই অঢেল সম্পদের মালিক রাজউক কর্মী দেবাশীষ
  • ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে বাটা সু
  • ২০০ বাংলাদেশির বিরুদ্ধে থানায় অভিযোগ মালয়েশিয়ার নারীর
  • রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিসিএস কর্মকর্তা গ্রেফতার
  • অস্বাভাবিক দর বাড়ার কারণ জানেনা দুই কোম্পানি
  • সোনালী আঁশের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • বিএসইসিতে বড় রদবদল
  • ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য দুই সুখবর
  • এবার সুইডেন উপকূলে দেখা গেল সেই ‘গোয়েন্দা তিমি’
  • এসির বিল কমাতে যা করবেন
  • ফের ফ্লোর প্রাইসে তিন মিউচ্যুয়াল ফান্ড
  • মাঝ-আকাশে বিমানকর্মীদের সঙ্গে যাত্রীর মারামারি!
  • নতুন ফ্লোর প্রাইসে দুই কোম্পানির শেয়ার
  • আইপিএলের মৌসুম সেরা একাদশে যারা
  • মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীনেরর নাগু শহর
  • শেয়ারবাজার
  • ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে বাটা সু
  • অস্বাভাবিক দর বাড়ার কারণ জানেনা দুই কোম্পানি
  • সোনালী আঁশের বোর্ড সভার তারিখ ঘোষণা
  • বিএসইসিতে বড় রদবদল
  • বার্জারের ডিভিডেন্ড ঘোষণা
  • ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য দুই সুখবর
  • ফের ফ্লোর প্রাইসে তিন মিউচ্যুয়াল ফান্ড
  • নতুন ফ্লোর প্রাইসে দুই কোম্পানির শেয়ার
  • ক্রেডিট রেটিং সম্পন্ন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের
  • যে প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে ডিএসইর সতর্কবার্তা
  • দুই ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির সম্মতি
  • শেয়ার বিক্রির ঘোষণা
  • শেয়ার কেনার ঘোষণা
  • শেয়ারবাজারে উত্থানের চেয়ে পতন দ্বিগুণ
  • ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
  • ইনভেস্টএশিয়া ব্যালেন্স ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
  • এগ্রো অর্গানিকার আইপিও অনুমোদন
  • বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার
  • শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন |

    Copyright © 2011 - 2023 Sharenews24.com. Developed by M M Online Media