নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় স্কুলে যাওয়ার সময় চার বান্ধবী নিখোঁজ হয়েছেন।
এই চার বান্ধবী মঙ্গলবার সকাল ৮টায় স্কুলের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
নিখোঁজ এই চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন মাদ্রাসা ছাত্রী, অন্যজন স্কুল ছাত্রী।
চার বান্ধবী হলেন- মিরপুর ১৩ নম্বর আল জাহারা গার্লস একাডেমির অষ্টম শ্রেণির তিনজন এবং কাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন ছাত্রী।
তাদের সবার বয়স ১৩-১৫ বছরের মধ্যে। এই ঘটনায় নিখোঁজ চার শিক্ষার্থীর অভিভাবকরা মঙ্গলবার রাতে কাফরুল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে জানান, মঙ্গলবার সকালে তার মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুরের পর তিনি জানতে পারেন, তার মেয়ে সেদিন মাদ্রাসায় যায়নি।
অনেক খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন, তার মেয়ের তিন বান্ধবীও বাড়ি ছেড়ে চলে গেছে। আর বাড়ি ফেরেনি। সবার পরনে ছিল স্কুল ড্রেস। স্কুলব্যাগও ছিল সবার সঙ্গে।
আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, ওই ছাত্র আমার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আমি যতদূর জানি সে সবার সাথে মেশে না।
তার কিছু বান্ধবী আমাকে বলেছিল যে কয়েকদিন আগে সে তার বান্ধবীদেরকে স্যুভেনির হিসাবে কিছু দিতে বলেছিল। আগামী বছর সে এই স্কুলে নাও থাকতে পারে।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানান, নিখোঁজ চারজনের কারও কাছে মোবাইল ফোন নেই। এই কারণে, তাদের সহজে ট্র্যাক করা যাবে না। তবে পুলিশ এই বিষয়ে কাজ করছে।