নিজস্ব প্রতিবেদক: ১৮ বছর আগে হিজাব নিষিদ্ধ সংক্রান্ত করা একটি আইন বাতিল করেছে জার্মানি। কর্মক্ষেত্রে মুসলিম নারীদের ফের হিজাব পরিধানের অনুমতি দিয়েছে দেশটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার জার্মান কর্তপক্ষ হিজাব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে- জার্মান শিক্ষামন্ত্রণালয় এরই মধ্যে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে- ‘হিজাব ও ধর্মীয় প্রতীক পরিধানের পুরোপুরি অনুমতি দেয়া হলো।’
বিশেষ কারণ না থাকলে হিজাব পরার এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও চিঠিতে বলা হয়েছে। এটাও বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত হিজাব শান্তি ও নিরাপত্তার জন্য 'ক্ষতিকারক' না হয়, ততক্ষণ এটি পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
জার্মান সিনেট ডিপার্টমেন্ট ফর এডুকেশন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে নোটিশ পাঠিয়েছে যে তাদের হিজাব সংক্রান্ত এই সর্বশেষ সিদ্ধান্ত মেনে চলতে হবে।
এর আগে, বার্লিনে ২০০৫ সালের একটি আইনে মহিলাদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু গত কয়েক বছরে, দেশটির কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে নিষেধাজ্ঞা তার সংবিধানে অন্তর্ভুক্ত ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করছে। সেই উপলব্ধি থেকেই জার্মানিতে আবারও হিজাবের অনুমতি দেওয়া হয়।