নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এস এস ষ্টীল লিমিটডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বহস্পতিবার (৩০ মার্চ) ডিজিটাল প্লাটর্ফমে অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
এজিএমে সভাপতিত্ব করেন জাভেদ অপগেনহাফেন। সভায় সতন্ত্র পরিচালক সাদাদ রহমান, সৈয়দ রেজারাজ আহমেদ ও মো: আবু জাফর, প্রধান আর্থিক কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ রেজাউল হক, কোম্পানি সচিব মো: মাস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার অনলাইনে উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মো: মাস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (উদ্যাক্তা শেয়ারহোল্ডার ও পরিচালকগণ ব্যতীত) ৮ শতাংশ বোনাস ডিভিডেন্ড সকল শেয়ার হোল্ডারগণ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।