নিজস্ব প্রতিবেদক : দিনে দিনে বেড়েই চলেছে গরম। যাদের স্বামর্থ্য আছে তারা গরমে স্বস্তি পেতে বাসা-বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি লাগান। এই যন্ত্র এখন আর বিলাসিতা নয়, কাজেরও বটে।
খেয়াল করলে দেখবেন বেশিরভাগ এসির রঙ সাদা হয়। আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, এসির রঙ কেন সাদা হয়? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।
বেশিরভাগ এসির রঙই সাদা হয়। এর কারণ হলো, সাদা রঙ হিট রিফ্লেক্ট করে।
এসির ইনডোর ইউনিট বিভিন্ন রঙের হলেও, আউটডোর ইউনিট সাদা হয়। ফলে এসির ভেতরের কম্প্রেসার সহজে গরম হয় না। এতে এসির আউটডোর ইউনিট দীর্ঘদিন ভালো থাকে। বিদ্যুৎ বিলও কম আসে।
সাদা রঙ ছাড়াও কিছু কিছু এসি ঘিয়া রঙেরও হয়। তবে বেশিরভাগ এসির রঙ সাদাই।