ক্রীড়া প্রতিবেদক : বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইঝি লিগগুলোতে বেশ ভালো কদর রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
সেই ধারাবাহিকতাতেই এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন সাকিব। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।
জানা গেছে, এবার এলপিএলের আসরে সব মিলিয়ে ৫টি দল অংশ নেবে। সাকিবসহ আরও কয়েকজন টাইগার ক্রিকেটারের নামও এবার তোলা হয় টুর্নামেন্টের ড্রাফটে।
আগাটুর্নামেন্টের নিলামের জন্য আগামী ১১ জুন সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি ও বিদেশি খেলোয়াড়ের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।
এদিকে, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। আফ্রিকান হার্ড হিটার ডেভিড মিলারকে দলে নিয়েছে ঝাফনা কিংস। লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন ক্যান্ডি ফেলকন্সের হয়ে।