দেখতে দেখতে ক্যারিয়ারের শেষদিকে চলে এসেছেন ধোনি। যদিও নিজের অবসর নিয়ে এখনও কিছুই ভাবেননি তিনি।
বিশ্লেষকেরা ধারণা করছেন, ৪১ বছর বয়সী চেন্নাই অধিনায়ক এই আইপিএল খেলার পরেই অবসর নিতে পারেন। এমনকি ধোনি যে মাঠে খেলছেন তাকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছেন ভক্তরা। ধোনি নিজেও ম্যাচ শেষে আলাদাভাবে বিদায় নিচ্ছেন দর্শকদের কাছ থেকে।
গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর আগামী মৌসুমে আইপিএলে খেলবেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে ধোনি বলেন, আমি জানি না… সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আরও ৮-৯ মাস সময় পড়ে আছে। ডিসেম্বরের দিকে ছোট একটি নিলামও হয়তো হবে। তাই এখনই কেন মাথা ঘামাব? সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে। চেন্নাইয়ের জন্য আমি সবসময়ই থাকব, সেটা খেলোয়াড় হিসেবে হোক বা মাঠের বাইরে যে কোনো ভূমিকায় বসে থেকে হোক… তবে আমি জানি না এখনও।
তিনি বলেন, সত্যি বলতে, ধকল যায় অনেক। গত ৪ মাস ধরে আমি বাড়ির বাইরে। গত ৩১ জানুয়ারি বাড়ি ছেড়েছি, কাজ শেষ করেছি, এরপর ২ বা ৩ মার্চ থেকে অনুশীলন শুরু করেছি। তাই অনেক ধকল যায়। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনেক আছে।