নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেডের শেয়ার আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে লেনদেন হতে দেখা গেছে। আজ কোম্পানিটি ফ্লোর প্রাইস ভাঙ্গার পাশাপাশি লেনদেনেও করেছে রেকর্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার তালিকাভুক্তির পর থেকেই ফ্লোর প্রাইসে অবস্থান করছে। শেয়ারেও ছিলোনা তেমন ক্রেতা। যার ফলে শেয়ার হাত বদলও হতো খুব কম। কিন্তু দীর্ঘিদিন ফ্লোরে আটকে থাকা কোম্পানিটির শেয়ার আজ হঠাৎ করেই ফ্লোর প্রাইস ভেঙ্গে রেকর্ড লেনদেন করেছে। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৯০১টি। এরআগে তালিকাভুক্তির পর লেনদেনের প্রথম দিন ২ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছিল।
আজ কোম্পানিটির শেয়ারদর ২০ পয়সা বা ২.২২ শতাংশ বেড়ে অবস্থান করছে ৯ টাকা ২০ পয়সায়। এরআগে কোম্পানিটির শেয়ারদর ৯ টাকায় ফ্লোর প্রাইসে অবস্থান করেছিল।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়াগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ। ইতোমধ্যে বিএসইসি কোম্পানিটির ৫ শতাংশ স্টক ডিভিডেন্ডে সম্মতিও দিয়েছে।
এছাড়াও, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৯ পয়সা।